মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজারে মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে “চজওগঊ ঋড়ৎঃরভরবফ ঝড়ুধনবহ ঙরষ” নামে সয়াবিন তেল মোড়ক জাত ও বিক্রয়ের দায়ে ব্যবসায়ী সাইফুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পুলিশ বাহিনীর সমন্বয়ে বাঙ্গরা বাজার থানার তত্ত্বাবধানে মঙ্গলবার ওই অভিযান পরিচালিত হয়।
অভিযান কালে বাঙ্গরা উমলোচন উচ্চ বিদ্যালয়ের পাশে সাইফুল ইসলামের প্রতিষ্ঠানে বিএসটিআই (ইঝঞও) অনুমোদন বিহীন ভাবে ৫ লিটার, ২ লিটার ও ১ লিটার বোতলে সয়াবিন তেল মোড়কজাত করে দীর্ঘ দুই মাস ধরে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৮২ (ক) অনুযায়ী এ জরিমানা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী ইউএনও জানান, “বাজারে ভেজাল ও অনুমোদনহীন পণ্য বিক্রয় বন্ধে কঠোর নজর দারি চলছে। জনস্বার্থে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, গত কয়েক মাসে এ উপজেলায় ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছেন, বিএসটিআই সার্টিফিকেট ছাড়া কোনো পণ্য উৎপাদন, মোড়ক জাত বা বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ।
স্থানীয় ভোক্তাদের প্রতিক্রিয়ায় অনেকে অবৈধ পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, ভেজাল বিরোধী এই অভিযান আগামীদিন গুলোতে দেশব্যাপী জোরদার হবে।