মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামে এক গৃহবধূকে বিবস্ত্র করে বেধড়ক মারপিট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে গতকাল সোমবার সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে মানবন্ধন করা হয়েছে। মানব কল্যানে আমরা নামের একটি সামাজিক সংগঠনের আয়োজনে শিক্ষার্থীরা প্রথমে উপজেলা চত্বরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও পরে মোরেলগঞ্জ প্রেস ক্লাব সামনে সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করে। কুকুর নিধন নয় ধর্ষক নিধন করুন, ধর্ষকদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ধর্ষকদের ঠাই নাই আমার সোনার বাংলায়, সুযোগ নয় নিরাপত্তা দিতে শিখি’ প্রভৃতি ব্যানার নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন, এইচএম সুলাইমান আবিদ, মাহিন ইসলাম সহ বিভিন্ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে তারা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গৃহবধূকে নির্যাতনকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ন্যাক্কারজনক ঘটনোর সাহস না পায়।

আড়াই হাজার বাইকের বহর নিয়ে মনোনয়ন জমা দিলেন এমপি!
ঢাকা প্রতিদিন অনলাইন || সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল এর আগে কখনো আওয়ামী লীগ বা এর কোনো