এম. পলাশ শরীফ, মোরেলগঞ্জ থেকে : বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে জনতার মিলন মেলা। উন্নয়নে নৌকার বিকল্প নেই।
গতকাল সোমবার বিকেলে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজ সেবক অধ্যক্ষ আব্দুল হাই খানের সমর্থক গোষ্ঠি ও ইউনিয়নবাসীর আয়োজনে সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আনন্দ র্যালী ও আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াদুদ ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুল হাই খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার নজরুল ইসলাম, ইউপি মালেক তালুকদার, দেলোয়ার ফকির, ইউপি সদস্য যুবলীগ নেতা মো. মিলন হাওলাদার, ছাত্রলীগ নেতা মুকুল ফরাজী, তাঁতীলীগ নেতা মাসুদ শেখ, তাতীঁ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাউফুন ইসলাম অভিসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। সভার শুরুতেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড বনাঢ্য র্যালী শহকারে বিদ্যালয় মাঠ কানায় কানা ভরে উঠে। এক সময়ে জনসভায় রুপান্তিত হয়।
সভায় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনে খাউলিয়াবাসী নৌকার মাঝি হিসেবে এ আর খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খানকে দেখতে চায়। দুর্নীতি মুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তিত করতে হলে তারই নেতৃত্ব প্রয়োজন বলে সমাবেশে দাবী করেন নেতাকর্মীরা। প্রধান অতিথি দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আব্দুল হাই খান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের দিক তুলে ধরেন তিনি।