মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪১৪টি বিদ্যালয়ের ৫৪ হাজর শিক্ষার্থীর হাতে পৌছে দেওয়া হয়েছে নতুন বই। প্রথম দিন শুক্রবার বেলা ১০ টায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৩০৯টি। বেসরকারি ২৭ট ও মাধ্যমিক স্তরের রয়েছে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠান। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ পর্যবেক্ষণ করেন।