খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা সিটির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। তা হতে দিলো না আর্সেনাল।
এমিরেটেস স্টেডিয়ামে আর্সেনালের সঙ্গে পেরে ওঠেনি ম্যানইউ। আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে হারা রেড ডেভিলরা এই ম্যাচে গানার্সদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেন। ম্যাচটি ড্র হয় শূন্য গোলে। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দুই দলই।
আর্সেনালের সঙ্গে ড্র করলেও ছেলেদের পারফরম্যান্সে সন্তুষ্ট ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি মনে করি জয়ের জন্য আমাদের বড় সুযোগ তৈরি হয়েছিল। দুর্দান্ত পারফরম্যান্সে, দারুণ রক্ষণ আর দ্বিতীয়ার্ধে দুটি বড় সুযোগও এসেছিল। আমি ছেলেদের পারফরম্যান্সে সন্তুষ্ট।’
এর আগের ম্যাচেই নিজেদের মাঠে শেফিল্ডের কাছে হোঁচট খায় সুলশারের দল। এই ম্যাচের কথা স্মরণ করে ম্যানইউ বস বলেন, ‘বুধবার রাত ছিল হতাশাজনক, কিন্তু আজ (শনিবার) দারুণ। আমরা পয়েন্ট পেয়েছি এবার সামনে এগিয়ে যাওয়ার সময়।’