পটুয়াখালী দশমিনা উপজেলা তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ রবিবার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মাছ স্বীকার ও ক্রয়-বিক্রয়ে সময় দশ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, রবিবার রাতে ও বিকেলে নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মা ইলিশ ধরার সময় উপজেলার সদর ইউনিয়নের হাজিরহাট গ্রামের আবদু রাজ্জাক(৪৫) ও কাটাখালী এলাকার মোঃ হানিফ হাওলাদার(৫০) কে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে মা ইলিশ ক্রয়-বিক্রয়ে সময় কাটাখালী এলাকার মোঃ আল-আমিন(৩৫), মোঃ শরফত আলী(৫০) ও মোঃ নয়ন মৃধা(৩০) কে আটক করে এক মসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
বিকেলে অভিযান পরিচালনা করে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া লঞ্চঘাট এলাকার আলম হাওলাদার(৫০), মোঃ রেজাউল হাওলাদার(৪৫), মোঃ আবুল বশার (৫০), আঃ জলিল(৪৫) মোঃ হুমায়ন চৌকিদর(১৯), রিফাত কারিকর(১২) ও বায়জিদ প্যাদা(১১) সহ সাত জনকে মাছ ধরার সময আটক করা হয়।
রবিবার রাত ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর আাদালতে হাজির করা হলে পাঁচ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন। দুই জনকে বয়স বিবেচনায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম, উপজেলা মৎস্য মেরিন ফিশারিস কর্মকর্তা নাজমুল হাসান, নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদাউস সহ নৌপুলিশ ও থানা পুলিশ সদস্য।