ময়মনসিংহ অফিস :
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন বাস্তবায়নাধীন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ময়মনসিংহ এলজিইডি’র কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এ সভা হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান এই সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুর হোসেন হাওলাদার, তত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী মজিবর রহমান শিকদার, তত্বাবধায়ক প্রকৌশলী বিপুল চন্দ্র বণিক, ময়মনসিংহ অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী প্রভাস চন্দ্র বিশ্বাস প্রমুখ। সভায় প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ খান বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সারাদেশের গ্রামীণ উন্নয়নে অগ্রণী ভুমিকা রেখে আসছে। স্থায়ীত্বশীল ও টেকসই উন্নয়নে প্রকৌশলীদের আরো অধীক মনোযোগী এবং দায়িত্বশীল হতে হবে।
সভায় অতিরিক্ত প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান, প্রকল্প পরিচালক, উপ-প্রকল্প পরিচালক, উপ পরিচালক, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীগণ অংশ গ্রহণ করেন।