ময়মনসিংহ অফিস : ময়মনসিংহে জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবর্ষিকী পালন হয়েছে। এ লক্ষ্যে জেলা ও মহানগর জাতীয় পার্টি অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে। সকালে দলী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকালে ক্যাককাটা, র্যালি, আলোচনা দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
ক্যাককাটাশেষে দলীয় কার্যালয় থেকে র্যালি বের হয়ে সারা শহর পদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আমেদের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম, আব্বাছ আলী তালুকদার, আফজাল হোসেন হারুন, সাব্বির হোসেন বিল্লাল, লাল মিয়া লাল্টু, মোঃ শাহজাহান, প্রিন্স দুলাল, শরিফুল ইসলাম খোকন, ওয়াহিদুজ্জামান আরজু, হাজী হারুন, অধ্যক্ষ এমদাদুল হক, হোসেন আলী, বাদশা মিয়া, ইদ্রিছ আলী, আলী হোসেন, আসাদুল ইসলাম আসাদ, সারোয়ার হোসেন, শফিকুল ইসলাম সোহেল, রুকনুজ্জামান জুয়েল প্রমুখ।