ময়মনসিংহ অফিস : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও জুয়াড়িসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে গাঁজা, হেরোইন ও জুয়ার সামগ্রী জব্দ করে পুলিশ। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ মাদক ও জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার আহমার উজ্জামান কঠোর নির্দেশনা দিয়েছেন। গত মঙ্গলবার ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার র্ফোসসহ ত্রিশালে অভিযান চালিয়ে চরপাড়া থেকে দুইগ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম ওরফে কাইলাকে গ্রেফতার করে। এসআই শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নগরীর জে সি গুহ রোড থেকে ৪ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ তুহিন ও হুমায়ুন কবির রানা। এছাড়া এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের চরভবানীপুর থেকে টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলারত অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। তারা হলো, হারেছ আলী, লাল মিয়া, আঃ হক মিয়া, শহিদুল ইসলাম, রাশেদ মিয়া, মোহন ও শফিকুল ইসলাম। তাদের সকলের বাড়ি চরভবানীপুর কোনাপাড়া গ্রামে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। গতকাল বুধবার তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।