ময়মনসিংহ অফিস :
ময়মনসিংহে র্যাবের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল দেশিয় অস্ত্র ও মাদকদ্রব্য জব্দ করে র্যাব। আটককৃত ডাকাতরা হচ্ছে মোঃ শাকিব, হাবিবুর রহমান ও সুজন মিয়া। বুধবার ভোররাতে নগরীর কেওয়াটখালী ওয়াপদা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্ণেল এফতেখার উদ্দিন বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার ভোর রাতে তারা জানতে পারেন, নগরীর কেওয়াটখালী ওয়াপদা মোড় এলাকায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ভোর চারটারদিকে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাচটি রামদা, ইয়াবা, মোবাইল উদ্ধার করা হয়। ব্রিফিংয়ে তিনি আরো জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছে র্যাব।
