ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ পুলিশ লাইন্সে গাছ রোপন (বৃক্ষরোপণ) করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহ। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জিশান মির্জার উদ্যোগে বাংলাদেশ পুলিশ ও পুনাকের যৌথ আয়োজনে দেশের সব পুলিশ ইউনিটে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। গতকাল বুধবার সকালে সকালে বাংলাদেশ পুলিশের আইজিপি ও পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ এই কর্মসূচি উদ্বোধনের পরপরই ময়মনসিংহ পুলিশ লাইন্সে পুনাকের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
এ কর্মসূচি সফল করতে বাংলাদেশ পুলিশ ও পুনাক ময়মনসিংহের আয়োজনে পুলিশ লাইন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল (চেতনা অমøান) সংলগ্ন মাঠে ১০টি ফলজ ও ওষুধি গাছ রোপণ করেন পুনাকের উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা ও রেঞ্জ ডিআইজি ব্যারিস্ট্রার হারুন অর রশিদ। এসময় পুনাক সভানেত্রী মিসেস কানিজ আহমার ও ময়মনসিংহের পুলিশ সুপাার মোহাম্মদ আহমার উজ্জামান সঙ্গে ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার পত্নী ও পুনাকনেত্রী ইসরাত তানজিয়া, ফারহানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, হাফিজুর রহমান, মো. আলাউদ্দিন, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির পরিদর্শক পারুক আহাম্মেদসহ অন্য পুলিশ কর্শকর্তারা। এ সময় পুনাক উপদেষ্টা ফাতেহা পারভীন লুনা বলেন, পরিবেশ রক্ষায় বনায়নের কোনো বিকল্প নেই। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ বাড়ির আঙ্গিনায় ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা লাগানোর আহ্বান জানিয়েছেন। পুনাক সভানেত্রী মিসেস কানিজ আহমার বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে বৃক্ষ অপরিচার্য। তিনি বাসা বাড়ির আঙ্গিনা, খালি জমি, রাস্তার পাশে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা লাগানোর জন্য গুরুত্বারোপ করেছেন।

১০২ বছরে গৌরবময় ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা প্রতিদিন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ। জ্ঞান আহরণ ও বিতরণের গৌরবময় ইতিহাস নিয়ে ১০২ বছরে পদার্পণ করলো দেশের