ময়মনসিংহ অফিস : ময়মনসিংহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ চাই দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ঐতিহ্য ও গৌরবের শতবর্ষ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক বিপুল সংখ্যক শিক্ষকের উপস্থিতিতে প্রবাহ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় উদ্বোধনি অনুষ্ঠান শেষে আনন্দ শোভাযাত্রা, কেক কাটার মাধ্যমে পালন করা হয়। জেলা শাখার সভাপতি মো. আনোয়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু বকর সিদ্দিক। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জেলা কমিটির সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন। সভায় বক্তব্য দেন- তপন সাহা চৌধুরী, মো. মোতাহার হোসেন, মো. জাফর আহাম্মদ চৌধুরী, আভিনাস চন্দ্র দাম মো. আজিজুল হক, আতা মো. আব্দুল্লাহ আল আমিন, মো. সরাফ উদ্দিন, একেএম সাইফুল ইসলাম কাজল, শহীদুজ্জামান হেলাল, মো. হারুন অর রশিদ, মো. ঈসমাইল হোসেন, মো. আব্দুল কদ্দুস, মোহাম্মদ আলী প্রমুখ। আনন্দ শুভাযাত্রা প্রবাহ বিদ্যানিকেতন থেকে শুরু হয়ে ময়মনসিংহ টাউন হল এসে শেষ হয়। তারপর আলোচনার পর কেক কাটা হয়।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।