ময়মনসিংহ অফিস : ময়মনসিংহের গৌরীপুরে পৌরসভা নির্বাচন চলাকালে টিভি সাংবাদিক মাসুদ রানা ও নুরুজ্জামানের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। শনিবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন- ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি বাবুল হোসেন, সিটি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নিয়ামুল কবির সজল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ফেরামের সাধারণ সম্পাদক আ ন ম ফারুক, সহসভাপতি কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, ময়মনসিংহ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নজীব আশরাফ। বক্তারা ৩০ জানুয়ারী ঘটনায় ৭ দিনেও কোনো হামলাকারি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী ৭ দিনের মধ্যে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসুচী ঘোষণা করা হবে বলে হুশিয়ার করেন।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।