যশোর প্রতিনিধি : যশোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায় ২০২০-২১ অর্থবছরে খুলনা বিভাগে বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এলজিইডির যশোর কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী আদুর রশীদ খানের সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তৃতা করেন এজিডিইডি খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোখলেসুর রহমান। স্বাগত বক্তৃতা দেন যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল বাছেদ।
এসময় উপস্থিত ছিলেন- এলজিইডি সদর দফতরের অতিরিক্ত প্রকৌশলী (পল্লী অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনা) মোসলেম উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সম্মন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা) আলী আখতার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (নগর ব্যবস্থানা ইউনিট) এ এন এম এনায়েতউল্লাহ, অতিরিক্ত প্রধান ও পরিচালক একেএম লুৎফর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এলজিইডি মজিবুর রহমান সিদারর, খুলনাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রতন দে, কুটিয়া অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। সভা পরিচালনা করেন এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী ইতেখার আলী।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।