নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাব-১০ এর অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৯৭৮৬ পিস ইয়াবা, ২৫০ বোতল ফেনসিডিল, একটি কন্টেইনারবাহী লরী ট্রাক, দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়। বৃহম্পতিবার র্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা যায়, গতকাল বৃহস্পতিবার মধ্য রাত সাড়ে ৪টায় র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কুতুবখালীতে অভিযান চালায়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- চট্টগ্রামের পটিয়া উপজেলার গোবিন্দার খালী এলাকার জাফর আহমদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩০) এবং কুমিল্লা সদর উপজেলার জোলাই রাজমঙ্গলপুর এলাকার মফিজ মিয়ার ছেলে সবুজ হাসান (১৮)। তাদের কাছ থেকে ৯৭৮৬ পিস ইয়াবা, ২৫০ বোতল ফেনসিডিল, একটি কন্টেইনারবাহী লরী ট্রাক, দুটি মুঠোফোন ও নগদ ১ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।