গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি দৈনিক যায়যায়কালের উপদেষ্টা সম্পাদক ও মর্নিং সান এর প্রধান সম্পাদক পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
পত্রিকা দুটির প্রকাশনার জন্মলগ্ন থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন।
আজ সোমবার (২২ জানুয়ারি) পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বরাবর তিনি এই পদত্যাগ পত্র জমা দেন এবং গণমাধ্যমের উদ্দেশ্যে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, গত ১১ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় নৈতিক ও রাষ্ট্রীয় বিধিমালার প্রতি সম্মান জানিয়ে পত্রিকার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।