রংপুর প্রতিনিধি:
রংপুরে রেকর্ড বৃষ্টির পর নগরীর বিভিন্ন স্থান থেকে পানি নামতে শুরু করলেও, এখনও জলাবদ্ধ বেশিরভাগ এলাকা। গেল শনিবার রাত থেকে শুরু হওয়া মুষল ধারায় বৃষ্টিতে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পড়ে নগরীর বেশিরভাগ এলাকার মানুষ। টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এখনো হাঁটু ও কোমর পানি রয়েছে নগরীর মুলাটোল, মুনশিপাড়া, গোমস্তপাড়া, গুপ্তপাড়া, খলিফাপাড়া, বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া, ঈদগাহপাড়াসহ অনেক এলাকা। পানির নিচে তলিয়ে গেছে এসব এলাকার রাস্তাঘাট, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এতে দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। অনেকেই আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল ও কলেজের উঁচু ভবনে।
রংপুরের আবহাওয়া অফিস জানায়, শনিবার রাত ৮টা থেকে পরদিন রবিবার সকাল পর্যন্ত ৮ ঘণ্টায় ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।