রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কেন্দ্রীয় সংসদের উপ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজকে তার জন্মভূমি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংবর্ধনা দেয়া হয়েছে। রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি জোবায়ের হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এস.আলম, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ফাহিম হোসাইন, ছোটবাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.মোহাসীন, চরমোন্তাজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল খান, পটুয়াখালী পলিটেকনিক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাওয়াদুল কবির প্রিতম, ছাত্রলীগ নেতা আরিফ মাহমুদ ও জিসান উদ্দিন রাব্বি প্রমুখ।
