পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় দলবেঁধে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ধর্ষকরা ওই গৃহবধূর বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার চরমন্তাজ ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় নির্যাতনের শিকার দুই সন্তানের জননীকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, শুক্রবার রাত ৯টার দিকে বোরকা পরিহিত অবস্থায় তিনজন ব্যক্তি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এসময় তার ৬ বছর বয়সী মেয়ে ও ৯ বছর বয়সী ছেলে ঘুমন্ত অবস্থায় ছিলো এবং নির্যাতিতার স্বামী এসময় স্থানীয় বাজারে ছিলো।
পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মতিন জানান, নির্যাতনের শিকার গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তার নিয়মিত চিকিৎসা চলছে।
এ ঘটনায় ইতিমধ্যে সাকিল নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য চরমন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে মাঠে কাজ করছে।