রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় ওয়াগ্গা ইউনিয়ন এর দোলন্যা মুখ তালুকদার পাড়ায় বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অপরাধে একজনকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম অমল তালুকদার (বয়স ২২)। সেই ওয়াগ্গা তালুকদার পাড়া দোলন্যা মুখ এলাকার শান্তি তালুকদার এর ছেলে বলে জানা গেছে। ধর্ষণ শিশুটি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। পরিবারও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকালে অমল তালুকদার শিশুটিকে বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। গত রবিবার এই ঘটার একদিন পর মেয়েটার বাবা গত সোমবার রাত রাতে কাপ্তাই থানায় ধর্ষক অমল তালুকদার এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলার ভিত্তিতে মঙ্গলবার রাত ১২.৩০ মিনিটে সঙ্গীয় পুলিশ সোর্স সহ অভিযুক্ত আসামিকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে।
