নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর মোমিনবাগ এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় এক চারতলা নির্মাণাধীন ভবনের ওপর থেকে ইট পড়ে রুনা আক্তার (২২) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার ( ৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রুনা আক্তারের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী কোনাপাড়ার পশ্চিম মোমিনবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। নিহেতের রিয়াজ নামের সাত বছরের এক সন্তান হয়েছে। নিহতের স্বামী শাহীন নির্মাণ শ্রমিক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।