রাজধানী তুরাগের বাউনিয়া পূর্বপাড়া এলাকায় সোনিয়া বেগম (২৬) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গতকাল সোমবার সকালে বাউনিয়া পূর্বপাড়া এলাকার মোঃ উল্লাহের বাড়িতে এই ঘটনা ঘটে। সোনিয়া স্বামীর সঙ্গে মোঃ উল্লাহের বাড়িতে ভাড়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার নগরকান্দা গ্রামে। সোনিয়ার বাবা নাম শাজাহান।
পুলিশ জানায়, আয়েশা বেগম ও তার স্বামীর নাম মিলন শেখ (এমদাদ উল্লাহ) তুরাগের বাউনিয়া পূর্বপাড়া এলাকার লেন-৩ বাজার রোডে বাড়ি নং-২৫ এ বাসায় ভাড়াটিয়া ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে আরো জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টায় মোছা: সোনিয়া বেগম নামে এক গৃহবধু পারিবারিক কলহের কারনে তুরাগের বাউনিয়া পূর্বপাড়া এলাকার মো ঃ উল্লাহের বাড়ির এক ভাড়াটিয়া নিজ রুমের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলেআত্মহত্যা করেন। পরবর্তীতে তার পাশের ঘরের ভাড়াটিয়া তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে তুরাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুদ হাওলাদার ঢাকা প্রতিদিনকে বলেন , মৃত দেহের সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রক্রিয়াধীন রয়েছে আইনগত ব্যবস্থা।