নিজস্ব প্রতিবেদক : ঢাকার বিভিন্ন যায়গায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে মাদকদ্রব্যসহ ৫৮ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার হয়েছে। বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের সূত্রে এমনটিই জানা যায়।
সোমবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালায় ডিএমপি।
অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১১ হাজার ৮১৪ পিস ইয়াবা, ১১১ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৫ গ্রাম গাঁজা ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।