বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। বিভিন্ন বিষয়ে নিজের মত প্রকাশ করে প্রায়ই বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। এদিকে অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, রাজনীতিতে নাম লেখাতে চলেছেন বলিউড ‘কুইন’। কিন্তু কঙ্গনা এটি বরাবরই অস্বীকার করে আসছেন। তবে সম্প্রতি এ বিষয়ে তার সিদ্ধান্ত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই অভিনেত্রী লিখেছেন, ‘আরো একটি দিন, আরো একটি মামলা। বিভিন্ন রাজনৈতিক দল আমার বিরুদ্ধে এমনভাবে অর্থ ব্যয় করছে যেন আমি কোনো মন্ত্রী। প্রতিদিন কোনো রাজনীতিবিদের সাহায্য ছাড়াই আমি রাজনৈতিক প্রতিহিংসা, আইনি লড়াই এবং বিরোধীতার মোকাবিলা করছি। যদিও সিনেমাই আমার একমাত্র ভালোবাসা, তবে এবার হয়তো..’
ভারতের বিতর্কিত কৃষি বিলের বিপক্ষে আন্দোলন করছেন দেশটির কৃষকরা। শুরু থেকেই এই আন্দোলনের সমালোচনা করে টুইট করে আসছেন কঙ্গনা।
এমনকি এ বিষয়ে গায়ক-অভিনেতা দিলজিৎ দুসাঞ্জের সঙ্গে এই অভিনেত্রীর টুইটারে বাকবিতণ্ডা হয়েছে। সম্প্রতি কঙ্গনার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন কয়েকজন কৃষক। এরপরই টুইটটি করেন তিনি।