রাজবাড়ীর বেলগাছি রেলওয়ে স্টেশন পুনঃ চালুকরণ ও পুনঃ নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসীরা। গত সোমবার দুপুরে সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেলওয়ে স্টেশনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন খানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার হোসেন তকদির, চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা কৃষক দলের সদস্য সচিব একেএম সিরাজুল আলম চৌধুরী, মাহাদী হাসান, তানজিম ফাহিম, আনিস আহমেদ, রাসেল, রানা, মিনহাস চৌধুরী সহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তৎকালীন ১৮৭১ সালে ব্রিটিশ সরকার বেলগাছি রেল স্টেশন নির্মাণ করে।
রেলওয়ের অব্যবস্থাপনায় ও অবহেলায় গত কয়েক বছরেই স্টেশনটি ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। জরাজীর্ণ এ স্টেশনটি আধুনিকায়ন মাধ্যমে প্ল্যাটফর্মের যাত্রীদের বসার স্থান, গণশৌচাগার নির্মাণ ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকল ট্রেন এই স্টেশনে দাঁড়াতে হবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।