রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রাজবাড়ী জেলা ছাত্রলীগ। সোমবার দুপুর ১টার দিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়াম থেকে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ ও সহ-সভাপতি নাহিদুল আলম রাজু’র নের্তৃত্বে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পড়ে সেখানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করনে আমন্ত্রিত অতিথি ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের অ্যাডঃ সফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, সহ-সভাপতি নাহিদুল আলম রাজু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপুসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ নেতাকর্মীরা।