রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী সদর উপজেলায় শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা। এতে প্রথম হয়েছে মো. আমিন মন্ডল। এছাড়া প্রতিযোগিতায় মোঃ তাসিন খান (২য়), মোঃ জেসান সরদার (৩য়), রেদোয়ান শাহরিয়ার (৪র্থ), মহিরউল্লাহ স্বাধীন (৫ম), ইউনুস ব্যাপারী (৬ষ্ঠ), উজ্জল ঢালি (৭ম), মাহমুদ হাসান (৮ম), মোঃ রাব্বি মন্ডল (৯ম) ও ইমন (১০ম) স্থান অধিকার করে।
প্রতিযোগিতা শেষে শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে প্রথম ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যানে অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মো. সায়েফ, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসি আক্তার বন্যা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সফিকুল ইসলাম, আলীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হাসান প্রমূখ।
এর আগে ওই দিন সকাল ৯টা ২০ মিনিটির দিকে সদর উপজেলার আলীপুর ইউপির আলাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
ম্যারাথন প্রতিযোগিতা সফল করতে প্রতিযোগিতা শুরু থেকে সমাপ্তির স্থান পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসকর্মী, স্কাউটস সহ অনেকে দ্বায়িত্ব পালন করেন। প্রতিযোগিতার সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকে এবং রাস্তার দুই পাশে উৎসুক জনগণ ম্যারাথন প্রতিযোগিতা উপভোগ করেন। এ প্রতিযোগিতায় প্রায় ২ হাজার ২শ প্রতিযোগী অংশ গ্রহন করে। জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় রাজবাড়ী সদর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের আয়োজন ও রাজবাড়ী জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সদরের আলাদীপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় মোবাইলে রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় ২ হাজার ২শ প্রতিযোগি এ প্রতিযোগিতা অংশ গ্রহন করে এবং শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয় প্রতিযোগিতা।
