রাজশাহী ব্যুরো :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অতিরিক্ত মদ্যপান করে সেলিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার মাটিকাটা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে। আরো দুইজন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন, উপজেলার রেলগেট ভাটা পাড়া গ্রামের বাগ রশিদের ছেলে গোলাম রাব্বানী (৪০) ও একই এলাকার ভুলুর ছেলে জিয়া (৪০)।
জানা গেছে, রাতে তারা অতিরিক্ত মদ্যপান করেছিলেন। রাত ৩ টার দিকে তাদের শারীরিক অবস্থা খারাপ হলে তাদের রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খাইরুল ইসলাম বলেন, অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতালে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।