রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় কাশিয়াডাঙ্গা থানাধীন নগরপাড়া বউঠেলা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ওই অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত হয়ে রাস্তার ধারে পড়েছিল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে কাশিয়াডাঙ্গা থানার টহল পুলিশকে জানায়। তার আনুমানিক বয়স (৪০) বছর। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহটি রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়। এঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি সড়ক দুর্ঘটনা সংক্রান্তে মামলা দায়ের করা হয়। তাকে কেউ চিনতে পারলে, ডিউটি কর্মকর্তা, কাশিয়াডাঙ্গা থানা-০১৩২০-০৬১৮৯০ নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আড়াই হাজার বাইকের বহর নিয়ে মনোনয়ন জমা দিলেন এমপি!
ঢাকা প্রতিদিন অনলাইন || সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল এর আগে কখনো আওয়ামী লীগ বা এর কোনো