ঝালকাঠির রাজাপুর উপজেলার ৩নং রাজাপুর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বড় কৈবর্তখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকালে বড় কৈবর্তখালী মিরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা নাসিম উদ্দিন আকন। সভায় সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খলিফা এবং সঞ্চালনায় ছিলেন মোঃ কামরুল ইসলাম জাকির মোল্লা।কর্মী সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, ছাত্রদলের আহবায়ক সাখাওয়াত হোসেন রাব্বি সিকদার, বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট মোকাবেলায় দলীয় ঐক্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।