ঝালকাঠী প্রতিনিধি : ঝালকাঠীর রাজাপুরে নিশেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে উপজেলার বিষখালী নদীর তীরবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেÑ পার্শ্ববর্তী নলছিটি উপজেলার ভবানীপুর এলাকার মো. রিপন (৩৬) ও মো. রবিউল কারিগর (২০)।
উপজেলা মৎস্য অফিস জানায়, বিষখালী নদীতে ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় আড়াই হাজার মিটার কারেন্টজাল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়াও ১২ কেজি জব্দকৃত ইলিশ মাছ সদর ইউনিয়নের ছলেমিয়া হাফেজিয়া এতিমখানা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সোগাহ হাওলাদার বলেন, রাতের আধারে বিষখালী নদীতে অভিযান চালানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে তাৎক্ষণিক ২ জনকে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

আফগানিস্তানকে এক কোটি টাকা মানবিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ
ঢাকা প্রতিদিন অনলাইন || রোববার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে বর্তমানে বিরাজমান তীব্র খাদ্য ও অন্যান্য সংকটের পরিপ্রেক্ষিতে জাতিসংঘের