সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নৌকা ডোবাতে  বিদ্রোহী প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও তার ভাই মিরসরাই আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল দেশের ৮শ’র বেশি বিশেষজ্ঞসহ জনগণ নতুন কারিকুলাম প্রণয়নের সঙ্গে জড়িত ছিলেন : শিক্ষামন্ত্রী দেশের বিভিন্নস্থানে ৩২তম আন্তর্জাতিক ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত এলাকার চিহ্নিত সন্ত্রাসী,চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারের নির্দেশ কিশোরগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপিত খাগড়াছড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে ১২টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জন গ্রেফতার বিএনপি রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়েছে : ওবায়দুল কাদের সারাদেশে র‌্যাবের ৪৩৫ টহল দল মোতায়েন এনডিসি প্রশিক্ষণার্থীদেরকে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান রাষ্ট্রপতির নিহত জার্মান পর্যটকের পরিবারের প্রতি সমবেদনা ম্যাখোঁর নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নে ফসলী জমি রক্ষার দাবী জানিয়েছেন এলাকাবাসী সুনামগঞ্জে ‘বিদ্রোহীদের কঠিন চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা অবরোধের সমর্থনে ঈশ্বরগঞ্জে মশাল মিছিল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী চার মাসে রাজস্ব আয় বেড়েছে ১৪ দশমিক ৩৬ শতাংশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২,৭১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে : অতিরিক্ত সচিব নান্দাইলে নৌকার মনোনীত প্রার্থীর জীবনীর সারসংক্ষেপ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে ইয়াহইয়া চৌধুরীকে ইসির তলব সংসদ নির্বাচনে গাফলতির কারণে কিছু হলে শক্ত ব্যবস্থা নেবে ইসি ইসুবগুলের ভুসি খেলে কী হয়? গাপালগঞ্জে বোরো ধানে প্রণোদনা পেয়েছেন ৭০ হাজার কৃষক ২০২৬ বিশ্বকাপ দরজা খোলা মেসির পর্যায়ক্রমে সকল ইউএনও-কে বদলির নির্দেশ ইসি’র ভ্যাট ১০ লাখ টাকা হলেই ই-পেমেন্ট বাধ্যতামূলক বাসে-ট্রেনে আগুন দিয়ে কিছু অর্জন করা যায় না: হানিফ ইসি’র সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা রয়েছে : ওবায়দুল কাদের

রাবিতে সংঘর্ষে ৪০০ জনকে আসামি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা, গ্রেপ্তার ১

রাবি প্রতিনিধি
রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৬:৪৭ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ মামলার প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র রফিকুল আলম।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুস সালাম বাদী হয়ে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মারধর, হামলা, গুরুতর জখম করার অভিযোগ এনে মামলা করা হয়েছে।

রফিকুল আলম বলেন, এ মামলার প্রেক্ষিতে তসলিম আলী ওরফে পিটার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চিকিৎসার সকল ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে যেসব দাবি উত্থাপন করেছে সে বিষয়ে উপাচার্য সংবেদনশীল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে স্থানীয় মতিহার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে।

বিশ্ববিদ্যালয়ের যেসকল শিক্ষার্থী বিনোদপুর ও আশেপাশের মেসে অবস্থান করছে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর আছে এবং মেস মালিক ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

এর আগে বেলা ৩টা ২০ মিনিটে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে বের হয়ে জানান, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কীভাবে শান্ত করতে পারেন, তা নিয়ে আলোচনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিগগির মামলা হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার বগুড়া থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার পথে বাসের আসনে বসাকে কেন্দ্র করে চালক ও চালকের সহকারীর সঙ্গে এক শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকে পৌঁছালে ওই শিক্ষার্থীর সঙ্গে আবার বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় স্থানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাদের পাল্টা ধাওয়া করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

দফায় দফায় এ সংঘর্ষে স্থানীয় মানুষের হামলায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। শিক্ষার্থীরা বিনোদপুর এলাকায় দোকানে ও পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে।


এই বিভাগের আরো খবর