রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : রামপালে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে অবমাননার প্রতিবাদে গতকাল শুক্রবার জুম্মাবাদ এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ মিছিলটি কাজীবাড়ী জামে মসজিদের সম্মুখ থেকে শুরু করে রামপাল থানার মোড়ে এসে শেষ হয়। রামপাল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে রামপাল- শ্রীফলতলার সকল মসজিদ, কামরাঙা ও সিংগড়বুনিয়া জামে মসজিদের ইমাম ও মুসল্লিগণ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মোঃ মাসুম বিল্লাহ প্রমুখ। দোয়া পরিচালনা করেন, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদের। বক্তাগণ ফ্রান্সের সকল প্রকার পণ্য বর্জনসহ সকাল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
