রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইগাতী কালিকাপুর কেন্দ্রীয় জামে মসজিদের নব নির্মিত ভবনের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। গতকাল শুক্রবার সন্ধ্যায় কালিকাপুর কেন্দ্রীয় মসজিদ চত্বরে ঘুড়কা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আ:লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সহ-সভাপতি ফনি ভূষণ পোদ্দার, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, মসজিদ কমিটির সভাপতি আব্দুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ থানা আ:লীগের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ সহ সকল অতিথিবৃন্দ নবনির্মিত মসজিদ ভবনে মাগরিবের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করেন।
দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।