বশির আহম্মেদ মোল্লা, ভ্রাম্যমাণ প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুরে আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের নাজিম উদ্দিন মেম্বার ও মদন মেম্বার এর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন, জীবন মিয়া (২৮), সাহাদৎ হোসেন (২০) ও ছয় বছরের শিশুসহ টেটাবিদ্ধ আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, গতকাল সোমবার উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, বিগত ৪ মাস পূর্বে এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে মদন গ্রুপের নূরুল হক নামে একজন নিহত হয়। সম্প্রতি নূরুল হক হত্যার আসামীরা জামিনে এলাকায় এসে আব্দুল্লাহপুর বাজারে দখল করতে গেলে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার দিন সকালে বিরোধের জের ধরে দুই গ্রুপের ককটেল ও টেটা দিয়ে সংর্ঘষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে তারা আহত হয়েছেন। এ ব্যাপারে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এলাকায় উভয় গ্রুপের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আড়াই হাজার বাইকের বহর নিয়ে মনোনয়ন জমা দিলেন এমপি!
ঢাকা প্রতিদিন অনলাইন || সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল এর আগে কখনো আওয়ামী লীগ বা এর কোনো