ভ্রাম্যমাণ প্রতিনিধি : নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রায়পুরা উপজেলা শাখার সভাপতি প্রয়াত ইঞ্জিনিয়ার এম এ সাত্তার এর স্বরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নরসিংদীর রায়পুরা মেথিকান্দা জাতীয় পার্টির অফিসে প্রয়াত ইঞ্জিনিয়ার এম এ সাত্তার এর শোকসভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা শাখা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক হাজী আব্দুল বাছেদ ভুইয়া। প্রয়াত ইঞ্জিনিয়ার এম এ সাত্তার এর স্বরনে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এড. রেজাউল করিম বাছেদ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক সাহাজান কবীর, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভুইয়া, জেলা জাতীয় পার্টির কোষাদক্ষ্য সালাহ উদ্দিন টিপু।
এসময় উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা যুবসংহতির সদস্য সচিব মো: দেলোয়ার হোসেন, জাতীয় পার্টির নেতা মো: দারু মিয়া প্রমুখ। জানা যায়, নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রায়পুরা উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার এম এ সাত্তার শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে হৃদরোগ জনিত কারণে তার গ্রামের বাড়ী রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের টুকিপুরা গ্রামে মৃত্যু বরন করেন। শনিবার (৫ ডিসেম্বর) বিকালে নিজ গ্রাম পলাশতলী মাদরাসা মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যু কালে বয়স হয়েছিল (৫৫) বছর। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার জানাযায় কেন্দ্রীয় ও স্থানীয় অসংখ্য নেতা কর্মী সহ বিভিন্ন পেশার মানুষ জানাযায় অংশগ্রহন করে ছিলেন।