অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বন্দরবাজার ফাঁড়ির বরখাস্ত হওয়া ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া বিদেশ পালালেও তাকে গ্রেফতার করা হবে। আমার মনে হয়, এসআই আকবর দেশেই আছে। সে যাতে বিদেশে পালাতে না পারে, সেজন্য সব সীমান্তে সতর্কতা জারি করা আছে। তিনি আরও বলেন, আমরা শিশু রাজনের খুনিকে সৌদি আরব থেকে ধরে এনেছিলাম। আকবর বিদেশে পালালেও নিয়ে আসা হবে।
আজ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর আখালিয়া নেহারিপাড়ায় নিহত রায়হানের বাড়িতে তার পরিবারকে সমবেদনা জানানো শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী রায়হানের পরিবারের খোঁজখবর নেন। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী নিহত রায়হানের মাকে বিচারের ব্যাপারে আশ্বস্ত করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের সঙ্গে কথা হয়েছে। আপনার ছেলের হত্যার বিচারে পুলিশ-র্যাব সবাই কাজ করছে।