খেলাধুলা ডেস্ক : লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল কিংবদন্তি পেলের দু’টি রেকর্ড ভেঙেছেন। সেটা নাকি মানতে পারেননি পেলে। মেসি-রোনাল্ডো তাঁর রেকর্ড ভাঙার পরই নাকি নিজের ইনস্টাগ্রামে ‘বায়ো’ আপডেট করেন ফুটবলসম্রাট। গত কয়েকদিন ধরে ফুটবলবিশ্বে এই নিয়েই আলোচনা তুঙ্গে। অবশেষে টুইট করে যাবতীয় বিতর্কের অবসান ঘটালেন স্বয়ং পেলে।
কোনও ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড এতদিন ছিল পেলেরই দখলে। স্যান্টোসের হয়ে তাঁর ৬৪৩টি গোল করার রেকর্ড সম্প্রতি ভেঙে দেন মেসি। দেশ ও ক্লাব মিলিয়ে সর্বোচ্চ গোলের তালিকায় দু’নম্বরে ছিলেন পেলে (৭৫৭)। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৭৫৮) টপকে যান তাঁকে। এরপরই ফুটবলমহলে জোর চর্চা, দুই মহাতারকাকে তাঁদের এই কীর্তির স্বীকৃতি দিতে নাকি চান না পেলে। সেই কারণেই নিজের ইনস্টাগ্রাম ‘বায়ো’ও নাকি পালটে ফেলেছেন ফুটবল-সম্রাট। বায়োতে লেখা, কেরিয়ারে মোট ১২৮৩টি গোল করেছেন পেলে।
এই নিয়ে বিতর্ক শুরু হতেই জবাব দেন ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সিধারী । নিজের টুইটার হ্যান্ডেল থেকে পর্তুগিজ ভাষায় একটি পোস্ট করেন তিনি। বাংলা করলে যা দাঁড়ায়, ”কিছু সংবাদমাধ্যমের দাবি, দুই মহাতারকা আমার রেকর্ড ভাঙার পরই নাকি আমি নিজের ইনস্টাগ্রামের বায়ো পালটেছি। এটা কিন্তু সত্যি নয়। ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রথমদিন থেকেই আমার বায়ো একই রয়েছে।” তাঁকে নিয়ে তৈরি যাবতীয় বিতর্ক দূর করে দিলেন ফুটবল সম্রাট স্বয়ং। সূত্র: সংবাদ প্রতিদিন