ডেস্ক রিপোর্ট : বিশ্ব ভালোবাসা দিবসে বিভিন্ন বয়সের মানুষের ভালোবাসার বহুমাত্রিক রূপ লক্ষ করা যায়। দেশ-বিদেশের ব্যবসায়ীরা এদিন পণ্য বিক্রিতে নানা ধরণের অফার দিয়ে থাকেন। বিমান টিকিট থেকে বিনোদন পার্ক- সবখানেই থাকে ছাড়। তবে এবার একটি বিশেষ ছাড়ের খবর পাওয়া গেলো।
রাজধানীর কোনো একটি রেস্তোরাঁয় যুগল ছাড়ের অফার দেওয়া হয়েছে। আর এই যুগল ছাড়ের বিজ্ঞাপনের ব্যানার কেউ একজন তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পরেই হৈচৈ শুরু হয়ে যায়।
ছবিতে দেখা যায়, ভালোবাসা দিবসে ওই রেস্তোরাঁয়-
* প্রেমিকার সঙ্গে গেলে ১৪ ভাগ ছাড়,
* স্ত্রীকে সঙ্গে নিয়ে গেলে ২০ ভাগ ছাড়, আর
* প্রেমিকা ও স্ত্রী দু’জনকে নিয়ে গেলে ৫০ ভাগ ছাড়।
টানা দশ দিনব্যাপী এই ছাড় ঘোষণা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। তবে কোথাকার এই রেস্তোরাঁ সেটি জানা যায়নি।