নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ী ও ঢাকার কেরানীগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ২১ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মাহ্ফুজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
জানা যায়,
গত শুক্রবার রাত ৯টায় কেরানীগঞ্জের আমিরাবাগ বাগাম গাছতলা এলাকা থেকে ১০ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মারুফ (৪০), রকিবুল হাসান শাওন (৩৭), নোমান আরাফাত রবিন (৩৬), ফয়সাল হোসেন (৩৫), দ্বীন ইসলাম (৩৫), আঃ ওহাব (৫২), রজব আলী (৩৫), সুমন মিয়া (৩৬), কামরুল ইসলাম (৩৯) এবং মামুন হোসেন (৩৭)। তাদের কাছ থেকে ১৫টি মুঠোফোন, ৩ প্যাকেট ও খোলা অবস্থায় ২৬৬ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ৩৬ হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া গত শুক্রবার রাত ৯টায় দক্ষিণ যাত্রাবাড়ী মীরহাজীরবাগ এলাকায় ১১ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে আলী আহম্মদ (৩৮), সুজন (৪৮), সালাউদ্দিন (৪৫), জাহাঙ্গীর আলম (৪৩), মনির হোসেন (৩৭), সেলিম (৪৮), আব্দুর রহিম (৩৮), লাল মিয়া (৫০), আব্দুল মালেক (৫০), চুনু মিয়া (৪৮), বাবুল মৃধা (৪৬)। তাদের কাছ থেকে ১৪টি মুঠোফোন, খোলা অবস্থায় ৩০০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ- ২০ হাজার ৮২০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।