লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর জেলার লালপুর উপজেলার তৃতীয় লিঙ্গের সদস্যসহ ৫ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল, মাক্স ও ৪০টি মসজিদের ইমামদের মধ্যে জায়নামাজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার আড়বাব ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার নিজ উদ্যোগে তার বাসভবনে এই সব সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী প্রমুখ।
