শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করছেন সালথা থানার ওসি ঘাটাইলে ঈদ বাজারে উপচে পড়া ভিড় কেনাকাটায় ব্যস্ত নারী পুরুষ শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ,সড়ক অবরোধ ত্রিশালে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জনের প্রাণহানি আগামী ২৫ রমজানের মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি ডিইউজে’র পাইকগাছায় জমে উঠেছে ঈদের কেনাকাটা শ্রীপুরে লিচুর বাগানে মৌমাছি চাষে লাভবান খামারি ও চাষিরা সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী প্রভাষক এম সুশান্তের গণসংযোগ নান্দাইল উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত সংসদ সদস্য এস এম শাহজাদাকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সম্মাননা দশমিনায় মৎস্য ও নৌপুলিশের অভিযানে অবৈধ বাঁধা জাল জব্দ সেন্ট্রাল ল’ কলেজে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা পাইকগাছায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত তাড়াশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের শ্রদ্ধা স্বাধীনতা বিরোধীদের ঘৃণা জানাতে গণহত্যার নির্মমতা সামনে আনতে হবে পাইকগাছায় প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস চারদিনের সফরে আসছেন ভুটানের রাজা, তিনটি চুক্তির সম্ভাবনা মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী গাজায় হত্যাকান্ড বন্ধে কোনো পদক্ষেপ না নেয়া দুঃখজনক : প্রধানমন্ত্রী ভারতীয় পণ্য বর্জনের নামে বিএনপি দেশের অর্জনকে ধ্বংস করতে চায়: ওবায়দুল কাদের পাইকগাছায় এমপি রশীদুজ্জামানের জন্মদিন উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অবশেষে ত্রিশালের আলোচিত কাটা রাস্তা ভরাট চোখের আলো ফিরে পেতেচায় স্কুল ছাত্রী রোবিনা সাড়ে আট হাজার ডাকঘরকে ‘স্মার্ট সার্ভিস পয়েন্টে’ রূপান্তরিত করা হবে : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী সেনাবাহিনীর আন্তঃ অঞ্চল আযান ও ক্বিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ বিএনপি দেশকে মগের মুল্লুক বানাতে ব্যর্থ হয়ে খেই হারিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী করোনায় নতুন আক্রান্ত ৪২ জন, শনাক্তের হার বেড়ে ৬.১১ শতাংশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : শেখ হাসিনা

লিওরা আগামীর দেশ গড়ার কারিগর

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৭ পূর্বাহ্ন

ইলিয়াছ ভূঁইয়া, সীতাকুণ্ড থেকে
লিওরা আগামীর দেশ গড়ার কারিগর। লিওরাই ভবিষ্যতে লায়ন্স, দেশ ও দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিবে। তাই লিওদের এখনি সময় নিজেকে তৈরি করার এবং লিওদের সফলতায় হবে আমাদের লায়ন্সের সফলতা, এ জেলার সফলতা। মানবতায় মানবসেবায় এ সেøাগানকে মুখ্য করে আন্তর্জাতিক সেবা সংস্থা লিও জেলা ৩১৫ বি৪ এর রজতজয়ন্তী ও প্রথম কেবিনেট মিটিং এ লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর গভর্ণর লায়ন আল সাদাত দোভাষ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন লিও তৈরি করতে হবে। লিও ও লায়ন্স ক্লাবের সেবাকে ছড়িয়ে দিতে হবে সর্বত্র। গত শুক্রবার চট্টগ্রামস্থ চিটাগং সিনিয়র’স ক্লাবে অনুষ্ঠানের দুই পর্বের প্রথম পর্বে ১৯-২০ সেবা বর্ষের লিও জেলা সভাপতি লিও শাহরিয়ার ইকবাল এর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লিও জেলার ২০২০-২১ সেবা বর্ষের লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, প্রাক্তণ জেলা গভর্ণর ও লিও জেলার ফাউন্ডার সভাপতি লায়ন মঞ্জুরুল আলম মঞ্জু। প্রাক্তণ জেলা গভর্ণরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন কামরুন মালেক, লায়ন্স কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, কেবিনেট ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকী, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জি কে লালা, জয়েন্ট ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন এস এম কামরুল ইসলাম পারভেজ, জয়েন্ট ট্রেজারার লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সিনিয়র গভর্ণর এডভাইজার লায়ন মো. আলী চৌধুরী, রিজিয়ন চেয়াপারসন হেডকোয়ার্টার লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন আশরাফ আলী আশু, লায়ন এস এম কামাল পাশা, লায়ন কহিনূর কামাল, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন-১ লায়ন ইমতিয়াজ ইসলাম, রিজিয়ন চেয়ারম্যান লায়ন এস এম কামাল হোসেন, লায়ন কাজী ইকবালুর রহমান নাদিম, জোন চেয়ারম্যান লায়ন জিনাত কমর রিতা, লায়ন আফরোজা বেগম, লায়ন হোসেন রানা, লায়ন মাঈন্দু্িদন জিলাল, লায়ন সাহেলা আবেদীন, লিও ক্লাবস চেয়ারম্যান লায়ন নুর মুহাম্মদ বাবু, লিও ইয়ুথ এক্সচেঞ্জ লায়ন মাঈন উদ্দিন, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন ক্যাপ্টেন শিমুল দত্ত, লায়ন আশিকুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন মাল্টিফল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও সামিউল এহসান অনিক, লিও ডিস্ট্রিক্ট বি১ এর প্রেসিডেন্ট লিও ইব্রাহিম চৌধুরী প্রিন্স, বি২ এর প্রেসিডেন্ট লিও সারিমন জুরাইয়া জাহিদ, লিও জেলা ৩১৫ বি৪ এর প্রাক্তণ সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন গাজী মোঃ গজনবী, লায়ন আবু নাছের রনি, লায়ন হেলাল উদ্দিন, লায়ন গাজী মুহাম্মদ শহীদুল্লাহ, লায়ন আনিসুল হক চৌধুরী, লায়ন ওবাইদুর রহমান, লায়ন সাইফুল করিম আরিফ, লিও আনোয়ারুল ইসলাম, লিও জেলার সদ্য প্রাক্তণ সচিব লিও জাহিদ হাসান আজাদ, লিও জেলার ২১-২২ বর্ষের সহ সভাপতি লিও ইরফান মোস্তফা, প্রোগ্রাম কমিটির চেয়ারম্যান ও লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও ইসমাঈল বিন আজিজ আলভি, জয়েন্ট সেক্রেটারি লিও মোঃ জাহিদুল ইসলাম, জয়েন্ট ট্রেজারার লিও মোঃ ওমর ফারুক, অনুষ্ঠান কমিটির এডভাইজার লিও ওমর ফারুক নয়ন, কো-চেয়ারম্যান লিও শওকত হোসেন ট্রেজারার লিও শুভ ভৌমিক, সুভেনিয়র কমিটির চেয়ারম্যান লিও আমিনুল ইসলাম, সেক্রেটারি লিও বোরহান, মেম্বার লিও রাকিব, লিও পাপন, সিলভার জুবলী ইনস্টলেশন কমিটির সেক্রেটারি লিও জাহেদ হোসেন ও ডাইনামিক সিটির সহ সভাপতি লিও প্রিতা পারমিতার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে লিও ও লায়ন জেলার লায়ন ও লিও নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয় এবং প্রথম কেবিনেট মিটিং ও কাউন্সিল মিটিং লিও জেলা সভাপতি লিও আফিফা ইসলাম এর সভাপতিত্বে ও লিও জেলা সেক্রেটারি লিও আতিক শাহরিয়ার সাদিফ এর সঞ্চালনায় বিপুল সংখ্যক লিও নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়।


এই বিভাগের আরো খবর