খেলাধূলা ডেস্ক: ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট তালিকার তিনে নেমে গেল লিভারপুল। তাদেরকে সরিয়ে দুইয়ে উঠে এসেছে লিস্টারসিটি।
শনিবার রাতে লিস্টারসিটি ২-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট তালিকার শীর্ষস্থানে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ম্যানচেস্টার ইউনাইটেড এখনও রয়েছে শীর্ষে। তবে লিস্টারসিটি লিভারপুলের চেয়ে এক ম্যাচ বেশি খেলে দুইয়ে আছে।
ঘরের মাঠে জয়ের রাতে একটি করে গোল করেন জেমস ম্যাডিনসন ও হ্যারিসন বার্নস। প্রথমার্ধের ৩৭ মিনিটে ম্যাডিসন। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯৫ মিনিট) দ্বিতীয় গোল করে জয়ের ব্যবধান বাড়ান বার্নস।
মঙ্গলবার নিজেদের মাঠে চেলসিকে আতিথেয়তা দেবে লিস্টারসিটি। পরদিন এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে শ্রসবারি টাউনের বিপক্ষে খেলবে সাউদাম্পটন।