নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়ছে। এ পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরও চার থেকে পাঁচজন।
ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদে যোগদানের প্রস্তাব পেয়েছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রধান উপদেষ্টার দফতর থেকে ফোন দেওয়া হয়েছে তাকে।
যদিও ফারুকী উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের সম্মতি জানিয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ফারুকীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ঢাকা পোস্টকে তার সহকারী ফোনে জানান, ‘ভাইয়া একটু ব্যস্ত রয়েছেন। তিনি শপথ গ্রহণের জন্য যাবেন কি না সেটা কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দেওয়া হবে।’
এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ২১ জন উপদেষ্টা রয়েছেন। এদের মধ্যে কয়েকজন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন উপদেষ্টারা শপথ নিলে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টাদের দফতর কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক ধাপে এই সরকারের আকার বাড়ানো হয়েছে।