মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ও জাফরগঞ্জ এলাকায় অবৈধ ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত এসব অবৈধ ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রুহুল আমিন ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারশিদ বিন এনাম। অভিযানে উপজেলার জাফরগঞ্জ ও তেওতা এলাকায় ৮টি অবৈধ ড্রেজার, অবৈধ ড্রেজারে ব্যবহৃত ৪’শ পিছ পাইপ ও ১টি ভেকু ধ্বংস করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রুহুল আমিন জানান, শিবালয় উপজেলায় অবৈধ ড্রেজার জিরো টলারেন্স। জনস্বার্থে এ ধরনের অবৈধ ড্রেজার ও ভেকুর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যদি কেউ অবৈধভাবে মাটি কাটার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।