বরিশাল ব্যুরো :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অবশেষে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার চতুর্থ দিনে দুপুর সোয়া ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। দুই এক ঘণ্টার মধ্যে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিবেন বলে জানান ওই পরিচালক। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটে গত চব্বিশ ঘণ্টায় এই হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন। বর্তমানে ভর্তি রোগির সংখ্যা রয়েছে ১৪৭ জন। গত ২১ অক্টোবর হাসপাতালের মেডিসিন-৪ ইউনিটের রেজিষ্ট্রার ডা. মাসুদ খান ইন্টার্ন চিকসকদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে তাকে মারধরের অভিযোগ আনেন পরিচালক বরাবরে। অপরদিকে ৩০ অক্টোবর ডা. মাসুদ খান কোতোয়ালী মর্ডেল থানায় ইন্টার্ন চিকিৎসকদের নেতাদের নাম উল্লেখ করে মামলাও করেন। এসময় ইন্টার্ন চিকিৎসকরা অভিযোগ করেছিলেন ডা. মাসুদ খান মেডিকেলের সামনের ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেন এর বিরোধিতা করায় এমন ঘটনা। এরপর শনিবার বেলা ২টা থেকে ইন্টার্ন চিকিৎসকরা চিকিৎসা সেবা বন্ধ রেখে ইন্টার্ন চিকিৎসকরা ধর্মঘট করেন। হাসপাতালে এমন অবস্থা বিরাজ করায় ভর্তি রোগিরা পড়েছেন বিপাকে। তাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য হাসপাতালে কর্তব্যরত ৯০ চিকিৎসকের সাথে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মাধ্যমে আরো ১০ জন চিকিৎসক দেয়া হয়েছে। তারপর ধর্মঘট শুরুর আগের দিন যেখানে ১০ জন রোগির মৃত্যু হয়েছিল সেই সংখ্যা বেড়ে চব্বিশ ঘন্টায় দ্বিগুন হয়ে ২০ রোগির মৃত্যু হয়েছে। রোগিরা তাদের অসুবিধার কথা বললেও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের দপ্তর থেকে নিষেধ করায় আজ গণমাধ্যমে কথা বলেননি হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন। তবে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, রোগিদের চিকিৎসা সুবিধার কথা বিবেচনায় এনে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানান।

আড়াই হাজার বাইকের বহর নিয়ে মনোনয়ন জমা দিলেন এমপি!
ঢাকা প্রতিদিন অনলাইন || সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শিল্পপতি আব্দুল মমিন মণ্ডল এর আগে কখনো আওয়ামী লীগ বা এর কোনো