শেরপুর প্রতিনিধি
শেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন সিভিল সার্জন ডা. আবুল কাশেম মো. আনওয়ারুর রউফ। সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় শেরপুর জেলা সদর হাসপাতালে এ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে সিভিল সার্জন ডা. আবুল কাশেম মো. আনওয়ারুর রউফ জানান, বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে একযোগে সারা দেশের ন্যায় শেরপুর জেলায় ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর শনিবার পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। সিভিল সার্জন ডা. আবুল কাশেম মো. আনওয়ারুর রউফ বলেন, কোন শিশুই যাতে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকে জেলার স্বাস্থ্য বিভাগের কর্মীদের সর্তক থাকার আহ্বান জানান। এবছর শেরপুর জেলা সদরসহ ৫ উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২২ হাজার ৮২৪ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৯ হাজার ৭১২ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
