সাতক্ষীরা শ্যামনগরে ইয়াবা বিক্রির ৫৫ হাজার ৫ শত টাকা ও ৭৫ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ শে জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে বংশিপুর গ্রাম থেকে ইয়াবা সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার বংশপুর গ্রামের মৃত এন্তাজ গাজীর ছেলে ইসরাফিল গাজী ওরফে হারা (৬০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের একটি টিম হারার বাড়িতে তল্লাশি করে তার ঘর থেকে ৭৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা সহ তাকে আটক করে।
শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।