শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটি ও পিস ক্লাব সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় রূপান্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, ক্যাম্প কমান্ডার ডি,এডি মোঃ জলিল হোসেন, দুরমুসখালি বিজেপি কোম্পানি কমান্ডার মোঃ আশরাফুল ইসলাম ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ নাসিম উদ্দিন, রমজাননগর ইউপি প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর আলমসহ উপজেলা আইন শৃংখলা ও পিস ক্লাবের সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রূপান্তর কর্মী মোঃ গোলাম কিবরিয়া।
