দীপাবলি উৎসব ও শ্যামা পূজা উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা পর্ষদ এর আয়োজনে
আজ বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় মন্দির প্রাঙ্গনে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী করা হয়। এতে ৩০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের ১০ সদস্যের একটি টিম এই রক্তদান কর্মসূচী পরিচালনা করেন।
এদিকে এদিন সকাল ১০ টা হতে বিনামূল্যে শতাধিক নারী ও পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই কার্যক্রম পরিচালনা করেন কাপ্তাই স্বাস্থ্য বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট( ল্যাব) অমর চন্দ্র দাশ এবং নিবাস দে।
এসময় চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক সঞ্জয় দাস, মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।